আটঘরিয়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার (২৩ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভবনা থাকায় সোমবার (২২ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়।

এ আগে রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে একই কারণে সোমবার বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।  এদিকে সোমবার সূর্যের আলো দেখা দিলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর