অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সোমবার (২২ জানুয়ারি) আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ যুব দল। ১৯ বল হাতে রেখেই ২৩৬ রানের টার্গেটে পৌঁছে যায় তারা।
দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে ম্যাচে টস জেতে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় তারা। ৮ উইকেটে ২৩৫ রান করে ইনিংস শেষ করে আইরিশ যুবারা।
টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৯০ রান পায় বাংলাদেশ। এরপর ১৩০ রানে ৪ উইকেট পতন ঘটলে হাল ধরেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। তাদের জুঁটিতে আসে ১০৯ রান। আর অবিচ্ছিন্ন এ জুটি জয়ের বন্দরে নিয়ে যায় বাংলাদেশকে।
আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগার যুবারা। এ আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে হেরে টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ।
বিডি২৪অনলাইন/এস/এমকে