পাবনার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বুধবার বন্ধ ঘোষণা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৪

পাবনা জেলার সব প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বুধবার (২৪ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহ  এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় এ ঘোষণা দেওয়া হয়। জেলায় ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয় ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক এর আগে একই কারণে ২২ জানুয়ারি এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বুধবার নতুন করে বন্ধ ঘোষণা দেওয়ায় টানা তৃতীয় দিন বন্ধ থাকবে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।

পাবনা জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর ২৩ জানুয়ারি  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধের কথা জানানো হয়েছে। 

সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা রোস্তম আলী হেলালী।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর