পাবনার চাটমোহরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের কাজ করায় সংশ্লিষ্ট এক্সেভেটরের চালককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানার আদেশ দেন।
জরিমানা করা চালক হলেন হান্ডিয়াল ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের সোলাইমান হোসেন (৩৫)। তিনি হান্ডিয়াল ইউনিয়নের বহিরগাতি এলাকায় পুকুর খননের কাজ করছিলেন। মঙ্গলবার পুকুর খনন করার সময় সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ ধারা অনুযায়ী দোষ স্বীকার করায় ওই চালকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জমা দিয়ে মুক্ত হন। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিডি২৪অনলাইন/সি/এমকে