পাবনা আটঘরিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় বক্তব্য দেন, পাবনা-৪ (আটঘরিয়া -ঈশ্বরদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম, কৃষি অফিসার সজীব আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইম্মীন হোসেন চঞ্চল প্রমুখ।
সভায় আটঘরিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে