খাদ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৪

বৈশ্বিক মন্দার প্রভাবে বিশ্বের অনেক দেশেই খাদ্যে মূল্যস্ফীতির হার অতিমাত্রায় বেড়ে যায়। এর মধ্যে অনেক দেশেই এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাংলাদেশে খুব সামান্যই কমেছে, এটা এখনো শতাংশের উপরেই আছে। এদিকে বিশ্বব্যাপী নতুনভাবে বাড়তে শুরু করেছে চাল গমের দাম।

বিশ্বব্যাংকের খাদ্য নিরাপত্তা বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। সোমবার প্রকাশিত প্রতিবেদনটি  বৈশ্বিক খাদ্য পরিস্থিতির ভিত্তিতে তৈরি করা হয়েছে। 

প্রাপ্ত তথ্যমেতে, গত আগস্ট থেকে নভেম্বর- মাস দেশে খাদ্য মূল্যস্ফীতির হার টানা ডাবল ডিজিটে থাকে। এরপর ডিসেম্বরে সামান্য কমে সিঙ্গেল ডিজিটে নামে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ৭টি দেশ এখনো চাল গম রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এর মধ্যে বাংলাদেশও আছে। বিশ্বের বড় চাল গম রপ্তানিকারক ৬ দেশ- ভারত, রাশিয়া, আফগানিস্তান, আলজেরিয়া, বেলারুশ মিয়ানমার ২০২২ সালের প্রথম থেকে মাঝামাঝিতে এসব পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। বৈশ্বিক মন্দা মোকাবিলায় নিজেদের চাহিদা মেটাতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এদিকে আন্তর্জাতিক বাজারে গত জুলাইয়ের পর থেকে নভেম্বর পর্যন্ত চাল গমের দাম গড়ে প্রায় থেকে শতাংশ কমেছিল। কিন্তু এখন এগুলোর দাম গড়ে থেকে শতাংশ বেড়েছে। পণ্য পরিবহণ সংক্রান্ত জটিলতার কারণে খরচ বেড়েছে। ফলে পণ্যগুলোর দাম আবও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, এখনো চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। পণ্যের দাম এখানে গড়ে থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ছে। বৈশ্বিক মন্দা শুরুর পর থেকেই পণ্যের দাম বেড়েছে, এর ধারাবাহিকতা অব্যাহত আছে। তবে খাদ্য মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। গত আগস্টে সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশে ওঠেছিল মূল্যস্ফীতি। এরপর থেকে ওঠানামা করছে। নভেম্বরে ১০ দশমিক শতাংশ ডিসেম্বরে দশমিক শতাংশে নেমেছে।

 

এদিকে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভুটান, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, শ্রীলংকা, মালদ্বীপ, চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে খাদ্য মূল্যস্ফীতির হার কমেছে। তবে ভারতে হার মাঝে কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আফগানিস্তান শ্রীলংকা বেশ সাফল্য দেখালেও এসব দেশে এখন খাদ্যপণ্যের দাম বাড়ছে গড়ে শতাংশের কম। ইউরোপ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও খাদ্যপণ্যের দাম কমে এসেছে, মূল্যস্ফীতির হারও কমেছে।

বিশ্বব্যাংকের আরেক প্রতিবেদন অনুযায়ী, ডলার সংকটে আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ।  ফলে চলতি অর্থবছরে দেশের প্রবৃদ্ধির হার কমে যাবে। একই সঙ্গে দাম বেড়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতির হার বৃদ্ধির ঝুঁকি রয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমক


মন্তব্য
জেলার খবর