মন্তব্য
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দী এক প্রাইভেটকার চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় জনতা। তার নাম শেখ শাহিন (৪২), তিনি খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, ওই বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেটকার দেখতে পায় স্থানীয়রা। কারের ভেতরে বস্তাটি ছিল।
পাটকেলঘাটা থানার উপপরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু)। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে