রাণীনগরে ধান-চালের সাত আড়তদারকে জরিমানা

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৪

 

নওগাঁর রাণীনগরে  ধান-চালের ৭ আড়তদারকে মোট ২৪হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন।

 

এসব আড়ৎদার হলেন- আবাদপুকুর বাজারের আনিছার রহমান (পাঁচ হাজার টাকা), ফরিদ উদ্দীন (দুই হাজার), আব্দুর রহিমকে (এক হাজার), আহম্মদ আলী (দুই হাজার),মোজাম্মেল হক (সাত হাজার), আলমীগর হোসেন (দুই হাজার) এবং বজলুর রহমান (পাঁচ হাজার টাকা)।

 

ধান-চালের বাজার নিয়ন্ত্রণে এদিনে উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) যৌথভাবে অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল হক খাদ্য গুদাম কর্মকর্তা হেলাল উদ্দীন এবং উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, লাইসেন্স না থাকা, পন্য ক্রয়ের রশিদ দেখাতে না পারায় কৃষি বিপনন আইনে তাদের জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর