বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের ক্ষেত্রে শ্রীলঙ্কার সক্রিয় সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। শুক্রবার (১৯ মার্চ) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎকালে এই সহযোগিতা চান। এসময় পররাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সোনারগাঁও হোটেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক পদে ২০২৩ সালের জন্য এবং মানবাধিকার কাউন্সিলে ২০২৩-২৫ সালের জন্য বাংলাদেশি প্রার্থীর পক্ষে শ্রীলঙ্কার সমর্থনও আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে শ্রীলঙ্কার জোরালো সমর্থন থাকার কথা পররাষ্ট্রমন্ত্রীকে জানান মাহিন্দা রাজাপাকসে। এছাড়া দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, উপকূলীয় নৌ-পথ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, বাংলাদেশি ঔষধ সামগ্রী শ্রীলঙ্কায় রফতানিসহ বিভিন্ন বিষয়ও আলোচনা হয় তাদের মধ্যে । সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম,পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এমকে