আটঘরিয়ায় শীতবস্ত্র বিতরণ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৪

পাবনার আটঘরিয়া উপজেলায় ব্রাকের ৫৯ জন অতি দরিদ্র ইউপিজি সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে পারখিদিরপুর ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির কচুয়ারামপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো: আবুল হাশেম। বক্তব্য দেন- প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মো: ফারুখ আহমেদ খান, ইউপিজির রিজিওনাল ম্যানেজার শামীম আরা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মাহমুদুর রহমান, কচুয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম,  ইউপিজি  ব্রাঞ্চ ম্যানেজার মোছা. খাদিজা প্রমুখ।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর