মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলায় ব্রাকের ৫৯ জন অতি দরিদ্র ইউপিজি সদস্যের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে পারখিদিরপুর ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির কচুয়ারামপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো: আবুল হাশেম। বক্তব্য দেন- প্রধান অতিথি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফারুখ আহমেদ খান, ইউপিজির রিজিওনাল ম্যানেজার শামীম আরা, সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মাহমুদুর রহমান, কচুয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম, ইউপিজি ব্রাঞ্চ ম্যানেজার মোছা. খাদিজা প্রমুখ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে