বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। করোনার টিকা কিনতে এই সহায়তা। এই সহায়তায় দেশের পাঁচ কোটি ৪০ লাখ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। বৃহস্পতিবার (১৮ মার্চ) এই ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের সদর দফতর। সংস্থাটির ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা) এই সহায়তার পরিমাণ প্রায় চার হাজার ২৫০ কোটি টাকা ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বছরের গ্রেস (কিস্তি অব্যাহতি) পিরিয়ডসহ ৩০ বছর মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে। কোভিড-১৯ এমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের অতিরিক্ত এই অর্থায়ন প্রথম পর্যায়ে দেশের ৪০ শতাংশ মানুষকে টিকাদানের আওতায় আনতে সরকারের অগ্রাধিকার পরিকল্পনার অধীনে ৩১ শতাংশ মানুষকে টিকা দিতে সহায়তা করবে। এটি নিরাপদ ও কার্যকর টিকা কেনা, সংরক্ষিত সুবিধা সম্প্রসারণ এবং বিতরণে সরকারকে সহায়তা করবে। এই অর্থায়ন দেশের জনগণের প্রায় ২০ শতাংশের জন্য গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটির (কোভ্যাক্স) মাধ্যমে প্রাপ্ত টিকা দেওয়ার ব্যয় বহন করবে। বাকি ১১ শতাংশ মানুষের জন্য এই অর্থায়ন উৎপাদকের কাছ থেকে সরকারি ক্রয় অথবা কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকার ব্যয়ভার ও টিকা প্রদানের ব্যয় বহন করবে। এর বাইরে সরকার নিজস্ব সম্পদের মাধ্যমে দেশের ৯ শতাংশ লোকের জন্য টিকার ব্যয় বহন করবে। প্রসঙ্গত, এই খাতে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ এখন ৬০ কোটি ডলার।
এমকে