গুরুদাসপুরে পিঠা উৎসব

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৪

নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে কলেজ মাঠে এ উৎসব হয়।

উৎসবে বসেছিলো বিভিন্ন নামের ৬টি স্টল। এতে ছিল নানা ধরণের, বাহারি নাম স্বাদের শীতকালীন পিঠা। পিঠা উৎসব ঘিরে কলেজ চত্বরে মুখরিত হয়ে উঠে। দর্শনার্থীরা শিক্ষার্থীদের তৈরী পিঠার স্টল ঘুরে ঘুরে দেখেন স্বাদ গ্রহণ করেন।

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর . মো. একরামুল হক। বক্তব্য দেন- কলেজের সাবেক দুই ভিপি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুর রশীদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা।

 

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর