লাভ কম করুন: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৪

দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, মানুষের জন্য কিছু করুন। লাভ কম করুন। উৎপাদনকারীদের ন্যায্যমূল্য পাওয়ার অধিকার আছে। আবার ক্রেতাদেরও সঠিক দামে পণ্য পাওয়ার অধিকার আছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ আহবান জানান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার। এ সময় মানুষের নীতি-নৈতিকতার কড়া সমালোচনা করেন মন্ত্রী।

মন্ত্রী আব্দুর রহমান বলেন, আমাদের উন্নতির সঙ্গে সঙ্গে নৈতিক অধঃপতনও বাড়ছে। লোভ-লালসা এমন পর্যায়ে চলে গেছে শুধু চাই আর চাই। আরো চাওয়াগুলো দুনিয়াতে কেউ ভোগ করে যেতে পারে না, পিঁপড়ায় খায় এসব।

রমজানে যাতে পণ্যের দাম না বাড়ানো হয়, সেজন্য ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হবে বলেও জানান মন্ত্রী। বলেন,  সব পণ্যের দাম যেন স্বাভাবিক থাকে, সেই ব্যবস্থা নেওয়া হবে। টিসিবির পণ্যের মতো রমজানে মুরগি, ডিম, মাংস দুধ বিক্রির বিষয়েও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর