দেড় দশক সিনেমার পর্দা থেকে দূরে থাকার পর ফের বলিউডে ফিরছেন ‘ডিম্পল গার্ল’খ্যাত প্রীতি জিনতা। ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী ছবি ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমেই পর্দায় প্রত্যাবর্তনের কথা জোরেশোরে শোনা যাচ্ছ। প্রকাশ হয়েছে এ ছবির লুক টেস্টের জন্যই বিদেশ থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন এ অভিনেত্রী।
নব্বইয়ের দশকের শেষের দিকে বলিউডে অভিষেক ঘটে প্রীতি জিনতার। শাহরুখ খান অভিনীত ছবিতে প্রথম কাজ করেন তিনি। জুটি বেঁধেছেন হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের সঙ্গেও। এরপর সিনেমার পর্দা থেকে দূরে সরে চলে যান ‘ডিম্পল গার্ল’।
গণমাধ্যমর খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ। ‘লাহোর ১৯৪৭’ ছবির লুক টেস্টের জন্যই নাকি সেখানে যাওয়া।
‘দিল সে..’ ছবির মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে প্রীতির ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’ ছবিগুলো দর্শক প্রশংসা কুড়িয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে