তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। শুক্রবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এ তাপামত্রা চলমান মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, এদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে হাড়হিম ঠান্ডায় ঠিকমতো কাজ করতে পারছেন না শ্রমজীবীরা। দূর্ভোগে রয়েছেন ছিন্নমূল মানুষও। ঠান্ডায় নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনে রোদ থাকলেও বাতাস ছিল। এ কারণে কনকনে ঠান্ডা বিরাজ করছে। রাতে ঝড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। ঠান্ডায় হাত পা বাঁকা হয়ে আসার মতো অবস্থা।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকালে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। খড়খুটা দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে অনেকে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহের মাত্রা নির্ধারণ হয়। তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি পর্যন্ত মৃদু শৈত্য প্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রী পর্যন্ত মাঝারি,৪ থেকে ৬ ডিগ্রী পর্যন্ত তীব্র, ৪ থেকে ০ ডিগ্রী পর্যন্ত অতী তীব্র।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, জেলায় তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।গত দুই বছরের সবচেয়ে বেশি শীত পড়েছে শুক্রবার।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে