মন্তব্য
সাতক্ষীরায় সীমানা পিলারসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়ি থেকে একটি সীমানা পিলার উদ্ধার করা হয়।
আটককৃত দুইজন হলেন- আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মো. জিয়ারুল ইসলাম (৪৫) ও কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. শাহজামান সানা (৪০)।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান, সীমানা পিলার পাচার হচ্ছে এমন খবর পেয়ে গোয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় সেখানকার একটি বাড়ি থেকে সীমনা পিলারসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে