নওগাঁয় কালো পতাকা মিছিল, বিক্ষোভ সমাবেশ

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৪

কালো পতাকা হাতে নিয়ে নওগাঁ জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে  হয়েছে বিক্ষোভ সমাবেশ। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে এ কর্মসূচি পালন করেন তারা।

শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয় এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির প্রতিবাদের, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সবরাজবন্দির’ মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ সংসদ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু প্রমুখ। কর্মসূচিতে অংশ নেন - কেন্দ্রীয় বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল হক বেলাল, রেজু শেখ, শফিউল আজম (ভিপি) রানা, সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সদস্য সচিব রুহুল আমিন মুক্তা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা মহিলার দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি, সদস্য সচিব শবনম মোস্তারি কলি, জেলা কৃষক দলের আহবায়ক চঞ্চল, সদস্য সচিব দুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর