অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৪

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রকে ১২১ রানের ব্যবধানে পরাজিত করে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যুবারা। অব্যশ্য টাইগার যুবাদের জয়ের নায়ক ডান-হাতি ব্যাটার আরিফুল ইসলাম। চার নম্বরে ব্যাট করতে নেমে ১০৩ রানের নান্দনিক ইনিংস খেলেন  এ ক্রিকেটার।

গ্রুপ পর্বে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২টিতে জয় পেলেও ১টিতে হারতে হয় যুবাদের। পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে তারা।  গ্রুপ পর্বের শেষে ম্যাচে ব্লুমফন্টেইন টস হেরে যায় বাংলাদেশ। যুবাদের প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র।  তবে বড় ইনিংস খেলতে পারেননি টপ অর্ডার তিন ব্যাটার। আশিকুর রহমান শিবলি ২৭, আদিল বিন সিদ্দিক ১৩ এমডি রিজওয়ান ৩৫ রান করে সাজঘরে ফেরেন। এ সময় দলের সংগ্রহ ছিল ৯৪ রান। এরপরই মাঠে আসেন আরিফুল ইসলাম। আহরার আমিনের সঙ্গে ১২২ রানের জুটি গড়েন আরিফ। ৪৯ বলে ৪৪ রানে আহরার থামলেও ৯৯ বলে সেঞ্চুরি করেন আরিফুল। ৪৬তম ওভারে আউট হওয়ার আগে চারে ১০৩ বলে ১০৩ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে মোহাম্মদ শিহাব জেমস ৩১ রান সংগ্রহ করেন ১৭ বল খেলে, শেখ পারভেজ জীবনের ব্যাট থেকে আসে ১৩ রান। ৭ বলে খেলে অপরাজিত ছিলেন তিনি।  সব মিল ৫০ ওভারে উইকেটে ২৯১ রান করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের আরিয়া গার্গ ৬৮ রান দিয়ে উইকেট নেন।

ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৯২ রানের টার্গেট নিয়ে মাঠে নামে যুক্তরাষ্ট্র। কিন্তু যুবাদর দারুন বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৫০ ওভারের মধ্যে ১৭ বল বাকী থাকতে ১৭০ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রান করেন প্রণব চেট্টিপালায়ম। ১০ ওভারে ৩১ রান দিয়ে উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক বাঁ-হাতি স্পিনার মাহফুজুর রহমান রাব্বি।

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর