সব কোচিং সেন্টার এক মাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৪

সংগৃহিত ছবিটি প্রতিকী

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে শেষ করতে এ সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষার বিষয়ে গঠিত জাতীয় মনিটরিং আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়। রোববার (২৮ জানুয়ারি) এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

সভায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরিবেশে শেষ করতে বেশ কিছু সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফ্রেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। এবার সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর