মহেন্দ্র সিং ধোনির দুরন্ত এক বিশ্বরেকর্ডে ভাগ বসালেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের রেকর্ডে ধোনিকে স্পর্শ করলেন তিনি।
ধোনির সমান সংখ্যক ম্যাচে জয় পেলেও ধোনিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি তার সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে জিততে পারলে ধোনিকে টপকে যাবেন তিনি।
আবু ধাবিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে জিম্বাবুয়েকে ৪৫ রানে পরাজিত করে ৩ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে আফগানিস্তান।
আসগর ধোনির থেকে অনেক কম ম্যাচে এমন কৃতিত্ব অর্জন করেছেন। ধোনি টি-২০ ফরম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ৭২টি ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে সবথেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করার নিরিখে আপাতত ধোনির ধারেকাছে কেউ নেই। আসগরের নেতৃত্বে আফগানিস্তান ৫১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে।
আরআই