মন্তব্য
পঞ্চগড়ে ৪৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ। রোববার রাতে তাকে উপজেলার বোদা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসাদুল ইসলাম বোদার সরদারপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সৌরভ বর্মনের ফার্নিচারের দোকানের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, আসাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে