দেশে দ্রব্যমূল্য কমাতে দরকারি অ্যাকশন কৌশল অবলম্বন করে নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, শুধু হুমকি-ধামকি দিয়ে সমস্যার সমাধান হবে না। যে অ্যাকশনের দরকার, সে অ্যাকশন নিতে হবে। দেশের বাস্তবতায় সবকিছু ডান্ডা মেরে ঠান্ডা করা যায় না, পজিটিভ অ্যাকশনে যেতে হবে।
সোমবার (২৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের চ্যালেঞ্জ জনগণের স্বার্থ। এখন প্রায়োরিটি হচ্ছে দ্রব্যমূল্য। মানুষের ক্রয়ক্ষমতা, সর্বোপরি বাজার নিয়ন্ত্রণ- এ বিষয়টা চ্যালেঞ্জ। এ সমস্যাগুলি এখন জনগণের নিত্যদিনের সমস্যা। কাজেই এখন চ্যালেঞ্জ হবে এটাই।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/ই/এমকে