তালায় নারীর উপর এসিড নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরা জেলার  তালা উপজেলার শাহাপুর গ্রামে শাকিলা আক্তার (৩০) নামে এক নারীর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। সোমবার রাতে  স্থানীয় গুরালীর বিলের একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

শাকিলা আক্তার একই এলাকার আবুল কালাম খানের মেয়ে   পুরাতন সাতক্ষীরা এলাকার আলী মিরাদ আহমেদের স্ত্রী।  কে বা কারা ঘটনার সঙ্গে জড়িতম সেটা জানা যায়নি। এদিকে রাতেই ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানায়, মাছের ঘের নিযে আলী মিরাদ আহমেদের সঙ্গে তার মামা কালিগঞ্জ উপজেলার ফতেপুর বাঁশতলা এলাকার আব্দুল আল মামুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গুরালীর বিলে ৫০/৬০ বিঘার বিবাদমান ওই ঘের আলী মিরাদ আহমেদ তার স্ত্রী শাকিলা আক্তার দেখাশুনা করেন। বিরোধ নিয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় শাহাপুর বাজারে শালিসী বৈঠক হওয়ার কথা থাকলেও আলী মিরাদ আহমেদ সেখানে যায়নি। পরে এসিড নিক্ষেপের এ ঘটনা ঘটে।

 সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন শাকিলা আক্তার জানান, সন্ধ্যায় ওই ঘেরে যান তিনি। ফেরার পথে পেছন থেকে তার উপর এসিড নিক্ষেপ করা হয়। তিনি কাউকে চিনতে পারেননি।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর