ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা

২০ মার্চ ২০২১

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার প্রধান  নির্বাচক চেতন শর্মার নেতৃত্বে বিসিসিআইয়ের বৈঠকের পর ১৮ জনের এ দল ঘোষণা করা হয়।
শেষ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও নাম নেই দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহর। বিয়ের জন্যই মূলত জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না তাকে।
তবে গত বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার হয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদবের নাম ১৮ জনের দলে রয়েছে। এর পাশাপাশি ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পাণ্ডিয়াকেও দলে নেওয়া হয়েছে। নাম রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণারও। তবে নাম নেই রবীন্দ্র জাদেজা কিংবা পৃথ্বী শ্বার।
প্রসঙ্গত, ২৩ মার্চ থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই আয়োজিত হবে পুণেতে। ২৬ মার্চ এবং ২৮ মার্চ বাকি দু’টি ওয়ানডে খেলা হবে।
ইন্ডিয়া স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), কেএল রাহুল (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর।


মন্তব্য
জেলার খবর