পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ও ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে জেলা সদরের হেলিপ্যাড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ বিক্ষোভ মিছিল হয়।
এদিকে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয় সেখানে। এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন।জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কবিরুল ইসলাম, জামায়াত নেতা আবু মুনাজ্জিদ, মাওলানা জয়নাল আবেদীন, আতিকুর রহমান প্রমূখ।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে