আটঘরিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৪

"বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি" প্রতিপাদ্য নিয়ে পাবনার আটঘরিয়ায় বিজ্ঞান প্রযুক্তি মেলা এবং ৮ম অলিম্পিয়াড শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) আটঘরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ফকরুল হোসাইন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ((ওসি)  মোহাম্মদ হাদিউল ইসলাম, নির্বাচন অফিসার রোকসানা খাতুন, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক অফিসার এসএম শাজাহান আলী।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর