ডোমারে বিএনপির কালো পতাকা মিছিল ও সমাবেশ

নীলফামারী প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৪

নীলফামারির ডোমারে কালো পতাকা মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি। অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষতত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।

ডোমার বাজারে সংক্ষিপ্ত মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় বাটার মোড়ে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি  ও কাউন্সিলর আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল বারী বুলবুল, কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন চৌধুরী হিরো, শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর