নীলফামারির ডোমারে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। অবৈধ ডামি সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষতত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ কর্মসূচি পালন করা হয়।
ডোমার বাজারে সংক্ষিপ্ত মিছিল শেষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় বাটার মোড়ে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও কাউন্সিলর আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল বারী বুলবুল, কৃষক দলের আহ্বায়ক আফজাল হোসেন চৌধুরী হিরো, শ্রমিক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ প্রমুখ।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে