সাতক্ষীরায় ভূয়া চিকিৎসকের কারাদন্ড

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরায় দুটি বেসরকারি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এক ক্লিনিক মালিককে ১০ দিনের  এবং ভূয়া এক চিকিৎসক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন এ আদেশ দেন। সরকারি নির্দেশ অনুযায়ী এসব ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন।

জানা গেছে, শহরের সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানকার কথিত চিকিৎসক বিপুল কুমার দাস ওরফে বিকে দাস চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাকে মাসের কারাদন্ড দেওয়া হয়। রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। একই সাথে ওই প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ডসহ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর