রফতানি পণ্যে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২৪

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সম্ভাব্য উত্তরণের জন্য রফতানি পণ্যের ক্ষেত্রে প্রণোদনা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক  মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বিষয়টি জানিয়ে দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, তৈরি পোশাক, পাট পাটজাত পণ্য, চামড়া চামড়াজাত পণ্য, হিমায়িত মাছ, কৃষিপণ্যসহ অন্যান্য প্রায় সব খাতে কমানো হয়েছে প্রণোদনার হার।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি-বিধান অনুযায়ী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনও ধরনের রফতানি পণ্যে প্রণোদনা দেওয়া যাবে না। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটছে বাংলাদেশের। তােই এলডিসি গ্র্যাজুয়েশন একত্রে সম্পূর্ণরূপে বন্ধ না করে ধাপে ধাপে নগদ সহায়তা বা প্রণোদনার হার অল্প অল্প করে হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর