গৃহবধূকে ধর্ষণ, মুদি দোকানিকে ধরে পুলিশে দিলেন পড়শিরা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৪

পাবনার চাটমোহরে আলী আজগর নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চার সন্তানের মা এক মহিলাকে ধর্ষণ করেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ওই মহিলার বাড়ি থেকে তাকে আটক করা হয়। ঘটনাটি গুনাইগাছা ইউনিয়নের উত্তর দিকের একটা গ্রামের।

অভিযুক্ত হলেন ওই গ্রামের বাসিন্দা আলী আজগর। পেশায় তিনি মুদি দোকানি। প্রতিবেশী বা গ্রাম সম্পর্কে ভুক্তভোগীর  চাচা শ্বশুর তিনি। এ ঘটনায় থানায় দুইজনকে আসামি করে মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনার আগে আলী আজগর ওই মহিলার বাড়িতে যান। সেখানে তিনি পান করার জন্য এক গ্লাস পানি চান। এ সময় ওই মহিলা ঘরের ভেতর থেকে গ্লাস আনতে গেলে  সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়েন অভিযুক্ত। আর ঘরের ভেতরে মুখ চেপে ধরে এ ঘটনা ঘটানো হয়। এদিকে ভুক্তভোগীর চিৎকারে পড়শিরা ছুটে আসে তার বাড়িতে। এ সময় অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন তারা।

এলাকাবাসী আরও জানান, ওই মহিলার স্বামী পেশায় রিকশা চালক। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। ঢাকায় থাকেন তিনি। তার বাড়ির পাশেই আলী আজগরের মুদি দোকান। পুলিশ আজগর ও তার ভাই আলমকে আটক করেছে।

চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আলী আজগরকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর