দুই পা কেটে প্রতিবাদী মেম্বরকে হত্যা

২০ মার্চ ২০২১

চট্টগ্রাম সংবাদাতা

চট্র্রগ্রামের বাঁশখালীতে বাড়ি ফেরার পথে দুই পা কেটে আবুল বশর তালুকদার (৪৮) নামের এক ইউপি সদস্যকে (মেম্বর) হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আবুল বশর তালুকদার চাপাছড়ি গ্রামের বাসিন্দা আবদুস ছালাম তালুকদারের ছেলে, তিনি ওই ইউপির ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে ‍পুলিশ, এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, ঘটনার আগে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবুল বশর তালুকদার। বাড়ির কাছাকাছি পৌছালে তার উপর হামলা চালানো হয়।এই সময় তার দুই পা বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা।সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে কালীপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।এই বেসরকারি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার ।শনিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আবুল বশরের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠায় পুলিশ।

এলাকায় মদ জুয়ায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা করেছে জানান আবুল বশর তালুকদারের এক আত্মীয়। আবুল বশর তালুকদার এলাকার বিভিন্ন সালিশ-বিচার করতেন এবং অন্যায়ের প্রতিবাদী ছিলেন।এলাকায় মদ, গাঁজার বিরুদ্ধে সোচ্চার ছিলেন সবমসয়।এই নিয়ে কিছু মানুষ তার উপর ক্ষিপ্ত ছিল। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে জানান এক ইউপি সদস্য। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন,  আবুল বশর প্রতিবাদী ও ন্যায়পরায়ণ লোক ছিলেন। যারা এই ঘটনার সাথে জড়িত, তাদের অবশ্যই শাস্তি হওয়া জরুরি।

বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, এই ঘটনায় জড়িত ৩জনকে আটক করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিকেটি/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর