ভারতের পেসার বুমরাহকে আইসিসির তিরস্কার

নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারী ২০২৪

ভারতের পেসার জসপ্রিত বুমরাহকে তিরস্কার করার পাশাপাশি শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আচরণবিধি ভাঙায় এ শাস্তি দেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে ইংল্যান্ডের অলি পোপের রান নেওয়ার সময় সামনে দাঁড়ান বুমরাহ। এতে পোপের সঙ্গে তার ধাক্কা লাগে। এ ঘটনায় বুমরাহর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত। এরপরই এ সিদ্ধান্ত জানায় আইসিসি।

আইসিসির নিয়মের .১২ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি, দর্শকসহ অন্য কোনো লোকের সঙ্গে বিধিবহির্ভূত শারীরিক সংঘর্ষ হওয়া যাবে না, এটা এক ধরনের অপরাধ। অব্য ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে নিজের ভুল স্বীকার করেন বুমরাহ। সেই সঙ্গে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর