মন্তব্য
গভীর রাতে ঘুরে ঘরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শহরের খুলনা রাস্তার মোড়, সংগীতার মোড়, হাটের মোড় ও মেডিকেল কলেজ এলাকায় গরীব, দুস্থ, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণকালে এসপির সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, মো. আমিনুর রহমান, মো. আতিকুল ইসলাম, ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর শ্যামল কুমার চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে