৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক আইচ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৪

সাতক্ষীরার কলারোয়া থেকে আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক আইচ উদ্ধার করেছে  বিজিবি সদস্যরা বুধবার (৩১ জানুয়ারি) ভোরে কেঁড়াগাছি সীমান্তের কুঠিবাড়ি এলাকা থেকে এ মাদক উদ্ধার  করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বিজিবি

সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়নের কাকাডাঙ্গা ক্যাম্পের সুবেদার আবু তাহের জানান, বিজিবি সদস্যরা গোপনে জানতে পারে, মাদক কারবারিরা ভারত থেকে মাদক নিয়ে এসে সেখানকার একটি মুরগির খামারে রেখেছে। এরপর বিজিবি সদস্যরা ওই খামারে অভিযান চালায়। সেখানে কেজি আইচ নামের মাদক পাওয়া যায়। ঘটনায় কলারোয়া থানায় একটি  মামলা করা হয়েছে বলে জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর