মন্তব্য
দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। এ নিয়ে কাজ করছে; শুধু কথা বলছে এমন নয়, অ্যাকশনে আছে সরকার।
বুধবার (৩১ জানুয়ারি) ঢাকায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে তারা। যারা আইন ভঙ্গ করবে, তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/ই/এমকে