রমজানের আগে ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে বলে আশা করছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেছেন, এ পেঁয়াজ ও চিনি টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের) মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রি করা হবে।
বুধবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিফ্রিংকালে এ প্রসঙ্গে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বলেন, ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পার্শ্ববর্তী দেশে চিনি ও পেঁয়াজ রফতানির বিষয়ে আরোপিত তাদের নিষেধাজ্ঞা একটু শিথিল করেছে তারা। আমরা প্রস্তাব পাঠিয়েছি, সেটা সহানুভূতি নিয়ে দেখছেন। আশা করছি, রমজানের আগেই একটা ইতিবাচক সাড়া পাওয়া যাবে।
বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, আমরা ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ টন চিনি চেয়েছি। তারা ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি দিতে পারবে বলে জানিয়েছে। তারপরও আমাদের চাহিদার বিষয়টি বিবেচনা করবে তারা। সামনে তাদের নির্বাচন, তাদের ভোক্তাদের কষ্ট দিয়ে আমাদের দেবেন না। যতটুকু সহনীয়, ততটুকু তারা দেবেন।
বিডি২৪অনলাইন/ই/এমকে