ঘরের মাঠে চেলসির বিপক্ষে সহজেই জিতেছে লিভারপুল। অ্যানফিল্ডে ব্লুজদের ৪-১ গোলে উড়িয়েই দিয়েছে অলরেডরা। এ জয়ের পর ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে লিভারপুল। আর ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১০ম জায়গা দখল নিয়েছে চেলসি।
চেলসির বিপক্ষে লিভারপুলের এ ম্যাচে দুর্ভাগ্যের রেকর্ড সৃষ্টি হয়েছে লিভারপুলের ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজের। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এক ম্যাচে চারবার শট নিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন তিনি। চলতি মৌসুমে ৯বার গোলবঞ্চিত হয়েছেন তিনি। দুইয়ে থাকা সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের তুলনায় ৬টি বেশি।
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে লিভারপুলের এ ম্যাচে অলরেডদের হয়ে গোল পেয়েছেন ডিয়েগো জটা, কনর ব্র্যাডলি, ডমিনিক সবোস্লাই এবং লুইস দিয়াজ। চেলসির পক্ষে একমাত্র গোল পেয়েছেন ক্রিস্টোফার এনকুনকু।
প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম গোলটি এসেছে জটার কাছ থেকে। ব্রাডলির পাস থেকে গোল করেন এই পর্তুগজ উইঙ্গার। ৩৯ মিনিটের মাথায় রাইটব্যাক ব্র্যাডলি নিজেও গোল করেন। ৬৫ মিনিটে লিভারপুলকে তৃতীয় গোলটি এনে দেন সবোস্লাই। এরপর চেলসির এনকুনুর একটা গোল ব্যবধান কমাতে সক্ষম হলেও ৭৯ মিনিটে লুইস দিয়াজ গোল করায় ব্যবধান আবার বেড়ে যায়।
বিডি২৪অনলাইন/এস/এমকে