বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভার আগে সচেতনতা বিষয়ক একটি র্যালি হয়। র্যালি শেষে পরে সিভিল সার্জন অফিসের হলরুমে আলোচনা সভা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের হওয়া র্যালি সদর হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী। বক্তব্য দেন- স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাশেম, সিএসএস কর্মকর্তা খালেকুজ্জামান, সিনিয়র নার্স নাসিমা আক্তার, স্থানীয় সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না প্রমুখ।
আলোচনা সভা শেষে শীতকালীন স্বাস্থ্য বার্তা ও খেজুরের রসের গুনাগুন সম্পর্কে পরামর্শমূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে