প্রবাসী আয়ে চমক

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারী ২০২৪

সবশেষ গেল জুনে দেশে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল রেমিট্যান্স। এরপর ৬ মাসের বেশি সময় অতিক্রম করলেও ২ বিলিয়ন ডলার বা এর বেশি রেমিট্যান্স আসেনি দেশে। আর দীর্ঘদিন হচ্ছে ডলার সঙ্কটে ধুকছে দেশ। এ অবস্থায় গেল জানুয়ারি মাসে চমক দেখিয়েছে প্রবাসী আয়। এ মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২১০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জানুয়ারি মাসের এ রেমিট্যান্সের তথ্য বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত রেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।

গত বছরে জুনের পরে রেমিট্যান্স প্রবাহের স্রোত খুব বেশি ছিল না। কিন্তু জানুয়ারির শুরু থেকেই প্রবাসী আয়ের ধারা ভালো ছিল। সে পরিপ্রেক্ষিতে ধারণা করা হয়েছিল, এ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য বেশকিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপদ ও বাড়তি প্রণোদনা পাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। আগামীতে বৈধপথে আরও বেশি রেমিট্যান্স আসবে বলে আশা করা হচ্ছে।

গেল জানুয়ারিতে আসা রেমিট্যান্সের ২১০ কোটি মার্কিন ডলারকে বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে টাকার পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ১০০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। এ ডলারের পরিমাণ গত ডিসেম্বরে আসা রেমিট্যান্সের চেয়ে বেশি এবং গত মাসের মধ্যে সর্বোচ্চ। গেল ডিসেম্বরে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৯ কোটি ডলার। ২০২৩ সালের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর