টানা দুই দিনের বিরতির পর শুক্রবার (২ ফেব্রুয়ারি) থেকে আবারও মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। অপর ম্যাচে ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২ টায় আর দ্বিতীয় ম্যাচে মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। লিগে ৫ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি সিলেট। ঢাকা পর্বে ২ ম্যাচ খেলে দুইটাতেই পরাজিত হয় তারা। ঘরের মাঠে ভাগ্য বদলের আশা থাকলেও সেটা গুড়ে বালি হয়েছে।সিলেটের মাঠেও হতাশ করেছে মাশরাফি বিন মর্তুজার দল।
সিলেটের মতো অবস্থা শোচনীয় না হলেও খুব একটা ভালো অবস্থায় নেই ঢাকাও। জয় দিয়ে আসর শুরু ঢাকাইয়ারা পরে হ্যাটট্রিক হার দেখেছে। ৪ ম্যাচ থেকে ঢাকার সংগ্রহ ২ পয়েন্ট। ৭ দলের আসরে টেবিলে ষষ্ঠ অবস্থানে তারা।
ওদিকে ৫ ম্যাচ খেলে ৪ টিতেই জিতেছে চট্টগ্রাম। ৮ পয়েন্ট নিয়ে আসরের টেবিলে শীর্ষ দুইয়ে আছে চট্টগ্রাম। কুমিল্লা ৪ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে সমান সংখ্যক ম্যাচে হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে নম্বরে অবস্থান লিটন দাসের দলের।
বিডি২৪অনলাইন/এস/এমকে