পাবনার চাটমোহরে বড় গুয়াখড়া মালেকা ইছাহাক দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আলিম সরকার মারা গেছেন। মৃত্যুর আগে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে মারপিটের ঘটনা ঘটে।
আব্দুল আলিম সরকার উপজেলার বড় গুয়াখড়া গ্রামের মৃত ইছাহাক সরকারের ছেলে। গ্রেফতার দু’জন হচ্ছেন- একই গ্রামের মৃত আরজান সরদারের ছেলে আফছার আলী মাস্টার ও আফছার মাস্টারের ছেলে খোকন মাস্টার। আফছার মাস্টারের সঙ্গে আব্দুল আলিমের মামা-ভাগ্নে সম্পর্ক।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বড় গুয়াখড়া খানকা শরীফের গেট সংলগ্ন আ.ছালামের চাস্টলের সামনে আব্দুল আলিমের সঙ্গে স্থানীয় চিহ্নিত কয়েকজনের ধাক্কা-ধাক্কির হয়। সেখানে তাকে কিল, ঘুষিও মারা হয়। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর ভাষ্য, খানকা শরীফের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল।
এদিকে এজাহারে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষাবোর্ড পরিচালিত মাদ্রাসাটির জালসার আয়োজন নিয়ে ঘটনার আগে আব্দুল আলিম সরকার তার ভাইদের সঙ্গে বৈঠক করেন। তারা সব ভাই মিলে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বৈঠক শেষে তিনি মহেলা বাজারে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে খোকন মাস্টারসহ অন্যান্য অভিযুক্ত আব্দুল আলিম সরকারকে গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন খোকন মাস্টার। এরপর কিল ঘুষি ও লাথি মারা হয়। এজাহারে ৭ জন নামীয়সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নতদন্তের ব্যবস্থা করা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে