স্বেচ্ছাসেবক লীগ নেতার দু’হাতের কব্জি কাটলো দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারী ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন (৩৮)- এর দুই হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল ইসলাম নয়ন কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম নয়ন গচিহাটা বাজার থেকে নিজের বাড়িতে  ফিরছিলেন। পথ কাচারিপাড়া মোড় সংলগ্ন মুচি বাড়ির পাশের সড়কে তার গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা জানা যায়নি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

বিডি২৪অনলাইন/ মাহবুবুর রহমান/সি/এমকে

 

 

মাহবুবুর রহমান


মন্তব্য
জেলার খবর