ট্রাকের ইঞ্জিনে ছিল ৩৪ হাজার পিস ইয়াবা

সাতক্ষীরা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজার থেকে সাতক্ষীরায় আসা একটি ট্রাকের ইঞ্জিনের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ইয়াবার দাম আনুমানিক এক কোটি এক লাখ ৫০ হাজার টাকা।

 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দেবহাটা উপজেলার দক্ষিণ জেলেপাড়া এলাকা  থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানায় র‌্যাব।

 

আটককৃতরা হচ্ছে- চট্টগ্রাম জেলার হালিশহর থানার উত্তর হালিশহর গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোহাম্মদ হোসেন (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের জাফর আলীর ছেলে মজিব উল্লাহ (৩৫)

র‌্যাব- সাতক্ষীরা কোম্পানি কামান্ডার (অতিরিক্ত  পুলিশ সুপার) নাজমুল হক জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর দেবহাটায় নিয়ে বিক্রি হবে- এমন খবর ছিল তাদের কাছে।

 

গোপনে পাওয়া এ খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় তারা। পরে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তায় সন্দেহ থাকায় ট্রাকটির গতিরোধ করা হয়।

 

এসময় ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রাকসহ ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা দুটি মোবাইল সেট নগদ ২৮ হাজার ৯১২ টাকা জব্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান জানান, ব্যাপারে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর