পঞ্চগড়ে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার লাখেরাজ ঘুমটি এলাকার মৃত ভগিরাম বর্মণের ছেলে টাবুল বর্মণ (৪৮) এবং বোদা উপজেলার কাউয়া খাল মাঝিয়ারী এলাকার ইয়াসিন আলীর ছেলে অটোরিকশাচালক নুরুল ইসলাম (৪৫)।
গ্রেফতারকৃতরা হচ্ছেন ললিতা রাণী (৪০) ও আলম (২৫)। এর মধ্যে আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে। আর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ললিতা রাণী পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ডোলোপাড়া এলাকার একটি আম বাগানের ড্রেন থেকে মাটিচাপা অবস্থায় টাবুল বর্মণের মরদেহ উদ্ধার করা হয়। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
অপরদিকে নুরুল ইসলামের মরদেহ বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালপাড়া ঘাট এলাকা থেকে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, নিখোঁজের জিডি হওয়ার পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে তথ্য প্রযুক্তির সহযোগিতায় টাবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে তাকে হত্যা করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, করতোয়া নদীর সাঁওতালপাড়া ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয় ও তার পরিচয় শনাক্ত করা হয়। এ সময় নুরুলের কাছে এক লাখ ১৬ হাজার টাকা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই চক্র নুরলকে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে রেখে গেছে। এ মামলায় আলম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/ সম্রাট হোসাইন/সি/এমকে