মন্তব্য
যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পড়ুয়া পাঁচ বছরের এক কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীকে টয়লেট থেকে মল পরিষ্কারে করতে বাধ্য করায় স্কুলের শিক্ষককে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ মার্চ।
ক্রিস্টাল হিল এলিমেন্টারি স্কুলের শেতাঙ্গ শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীকে টয়লেটে নিজের মল পরিষ্কার করতে বাধ্য করার পর তার মাসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে। ওই ঘটনার পর তারা একটি ‘গো-ফান্ডমি’ অ্যাকাউন্ট চালু করে।