নওগাঁর রাণীনগর প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাবের নিজস্ব ভবনে এ সভা হয়, সভাপতিত্ব করেন রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন।
সভায় সাংগঠনিক বিভিন্ন আলোচনা হয়। তার আগে প্রয়াত সাংবাদিক অরুন বোসসহ প্রয়াত সাংবাদিকদের স্মরণে শোক প্রকাশ করা হয়। সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ওসি ও পরিদর্শক (তদন্ত) কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ও পরির্দশক (তদন্ত) মেহেদী মাসুদ প্রমুখ। এছাড়া রাণীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, এসএম সাইফুল ইসলাম, সম্পাদক শাহরুখ হোসেন আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল বাসার চঞ্চল প্রমূখ বক্তব্য দেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে