মন্তব্য
পাবনার চাটমোহরে মুন্নী খাতুন (২৫) নামে এক মহিলা তার বাবার বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
মুন্নী খাতুন উপজেলার মহরমখালি গ্রামের নুরে আলম ছোটনের স্ত্রী ও একই উপজেলার মথুরাপুর মন্ডলপাড়া গ্রামের মজনুর রহমানের মেয়ে। তার দুই সন্তান রয়েছে।
মুন্নী খাতুনের বাবার বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে ট্রেনের নিচে ঝাঁপ দিতে ছুটে গিয়েছিলেন মুন্নী। আজ (শনিবার) সকালেও তার বাবাকে দা দিয়ে কোপাতে গিয়েছিলেন তিনি।
চাটমোহর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, ওই মহিলার মৃত্যুর ব্যাপারে কারো কোনা অভিযোগ নেই। থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে