নাটোরের গুরুদাসপুরে কৃষি উপকরণের দোকানে আনুমানিক ৭ লাখ টাকার সার,বীজ ও ওষুধ পুড়ে গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পোয়ালশুড়া দড়িপাড়া গ্রামে কিরণমালার মোড়ে মো. দেলবার হোসেনের দোকানে এ অগ্নিকান্ড ঘটে। দোকান মালিকের ধারণা, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
দেলবার হোসেন ওই গ্রামের আমজাদ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের একজন আব্দুল মতিন জানান, ওই দোকানের পাশে কাজ করছিলেন তিনি। হঠাৎ একটা শব্দ শুনতে পান। এরপর ধোঁয়া ও দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। তিনি আগুন আগুন বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী ছুটে আসে। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকানে থাকা অধিকাংশ মালামালই পুড়ে যায়।
দেলবর হোসেন জানান, অন্যান্য দিনের মতো শনিবার দুপুরে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরে প্রতিবেশির মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পান। তিনি জানান, দোকানে থাকা নগদ টাকাসহ বীজ, সার ও কীটনাশক ওষুধ পুড়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানের বৈদ্যুতিক বাল্ব ও হোল্ডার বিস্ফোরিত হয়েছে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, ক্ষতিগ্রস্থ দোকানিকে সহযোগিতা করা হবে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে