রাজশাহীতে প্রতারণার শিকার নারী-পুরুষের মানবন্ধন

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারী ২০২৪

 

রাজশাহীতে ইউএস অ্যাগ্রিমেন্টে নামক একটি অ্যাপে প্রতারণার শিকার নারী-পুরুষ মানবন্ধন করেছেন। শনিবার ( ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পাশ্ববর্তী রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।

মানবন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষের মধ্যে অনেকেই জানিয়েছেন, বিদেশি মার্কেটে বিনিয়োগের কথা বলে অ্যাপস সংশ্লিষ্টরা তাদের কাছে থেকে টাকা নিয়েছেন। জেলার প্রায় শতাধিক মানুষ তাদের কাছে অন্তত ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তারা। এক লাখ টাকার বিপরীতে প্রতিমাসে ১১ হাজার ২০০ টাকা হারে মুনাফা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু লাভের বদলে লোকসানের কথা বলা হচ্ছে এখন। তাছাড়া মিথ্যা মামলা দেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিজেদের বিনিয়োগ করা টাকা ফেরত পেতে সরকারের দৃষ্টি কামনা করেছেন তারা।

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর