বরেন্দ্র অঞ্চলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতের দাবি

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারী ২০২৪

রাজশাহী বিভাগীয় যুব ছায়া সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে তুলে ধরা হয় বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে যতসব দাবি।



শনিবার ( ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডীন' কমপ্লেক্স অডিটোরিয়ামে অধিবেশন চলে।  "বরেন্দ্র অঞ্চলে পুষ্টিকর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ ’’ প্রতিপাদ্য ছিল অধিবেশনের।



বরেন্দ্র অঞ্চলের স্বেচ্ছাসেবী যুবসংগঠনগুলোর বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ ফাউন্ডেশন এবং গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)-এর পৃষ্ঠপোষকতায় এ অধিবেশন বসে।



যুব ছায়া সংসদের স্পিকার তামান্না জাহান বিভার পরিচালনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক : গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী  উপ-আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ জাহেদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুকসানা বেগমসহ প্রমুখ।



ছায়া সংসদে স্পিকার হিসেবে বগুড়া- আসনের সাংসদ মো. সিহাব উদ্দিন সুমন এর পরিচালনায় প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করেন বগুড়া- আসনের সাংসদ মোসা. মেহেরিন আক্তার রিয়া। খাদ্যমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া- আসনের সাংসদ রুহুল আমিন জনি। এছাড়াও সরকার দলীয় এবং বিরোধীদলীয় সাংসদরা উপস্থিত ছিলেন।



সংসদে রাজশাহী বিভাগের ৩৯ টি আসন থেকে ২৩ জন শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন এবং তারা সংসদীয় রীতি অনুযায়ী আলোচনায় অংশ নেন। সেই সঙ্গে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

 

প্রস্তাবনাগুলো হলো- অবৈধ খাদ্য মজুদকরণে কঠোর ব্যবস্থা নিতে হবে, ক্ষতিকর কীটনাশক প্রয়োগ বন্ধে যুব সমাজকে সাথে নিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করতে হবে, পতিত জমি আবাদে পরিণত, কৃষিজমি সংরক্ষণে বহুতল ভবন নির্মাণ কলকারখানা সংরক্ষিত এলাকায় স্থাপন করতে হবে, খাদ্য নিয়ে যেসব প্রতিষ্ঠান কাজ করছে, তাদের মাঝে সমন্বয় সৃষ্টি এবং সামাজিক জনসচেতনতা গড়ে তুলতে হবে, নিরাপদ সাশ্রয়ী মূল্যের মৎস্য উৎপাদনে যুবকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা উদ্বুদ্ধ করতে হবে, কৃষকদের নায্যমূল্য নিশ্চিতকরনে সরকারি উদ্যোগে কৃষকদের নিয়ে কৃষকবাজার স্থাপন করতে হবে, খাবারের গুনগতমান ঠিক রেখে সকলকে রন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ভেজালরোধ করতে হবে।



বিরোধীদলীয় নেতা রাজশাহী- আসনের সাংসদ সবুজ মিয়া পুষ্টিসমৃদ্ধ খাবার সহজ প্রাপ্যকরনে ভূমিকা রাখার আহবান জানান।



উল্লেখ্য, যুব মধ্যে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে  এমন ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/মানিক হোসেন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর